“মনিকা ও মাই ডার্লিং” -এর সুরে প্যারেডের মহড়া, টুইটারে মোদী-শাহকে তোপ মহুয়া মৈত্রর

0
64

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

‘মনিকা, ও মাই ডার্লিং’গানের সুরে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের মহড়া দিচ্ছে ভারতীয় সেনা। মাই গভ ইন্ডিয়া নামে কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিওটি দেখে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Mahua Maitra
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ভিডিওটিতে দেখা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সামনে সশস্ত্র বাহিনীর মহড়ার কিছু অংশ। আর মহড়ায় যে গানের সুরটি বাজানো হচ্ছে, সেটি ৭০ দশকের সুপারহিট একটি হিন্দি গান ‘মনিকা, ও মাই ডার্লিং’য়ের। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “অসাধারণ দৃশ্য! এই ভিডিও নিশ্চিতভাবেই লোম খাড়া করে দেয়। ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের এই সেলিব্রেশনের সাক্ষী হতে চান! সত্বর ই-সিট বুক করুন।“

আরও পড়ুনঃ জয়প্রকাশ-রিতেশকে শোকজ রাজ্য বিজেপির, শান্তনুর পিকনিকে গিয়েই কি শাস্তির খাঁড়া!

এর পালটা টুইট করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, “লোম খাড়া হওয়া তো দূরের কথা, এই ভিডিও দেখে আমি হতাশ। মর্যাদাহানি করা হচ্ছে।” এরপরই মোদি ও শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে মহুয়া লেখেন, “মোদি-শাহের রুচি আর সংবেদনশীলতা এবার সশস্ত্র বাহিনীকেও ছুঁয়ে গেল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here