পবিত্র ভারতীয় বিচারব্যবস্থা এখন আর সম্মানীয় নয়ঃ মহুয়া মৈত্র

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যে উত্তাল হল সংসদ। সোমবার কৃষ্ণনগরের সাংসদ প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লোকসভায় ট্রেজারি বেঞ্চ থেকে প্রতিবাদ জানানো হয়। শাসক শিবির ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দাবি জানায় এই মন্তব্য কার্য বিবরণী থেকে সরিয়ে দেওয়ার।

Mahua Moitra | newsfront.co
ফাইল চিত্র

বর্তমানে রঞ্জন গগৈ রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন বলেন, “পবিত্র ভারতীয় বিচারব্যবস্থা এখন আর সম্মানীয় নয়। এটা সেদিন থেকে অপবিত্র হয়ে গেছে যবে থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যৌন নিগ্রহে অভিযুক্ত হয়ে নিজেই নিজের ট্রায়াল করেছেন, নিজেকে দোষমুক্ত ঘোষণা করেছেন। তারপর অবসরের তিন মাসের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন নিশ্চিত করে জেড প্লাস নিরাপত্তা পেয়েছেন। সংবিধানের মৌলিক নীতিগুলিকে রক্ষা করার কাজ থেকে সরে আসায় বিচারব্যবস্থা এখন আর পবিত্র নেই।”

আরও পড়ুনঃ রাজ্যসভায় ডেরেককে কটাক্ষ মোদীর

মহুয়ার এই মন্তব্যের পরই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উঠে দাঁড়িয়ে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং প্রাক্তন প্রধান বিচারপতির নামে এই মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দেন।

আরও পড়ুনঃ গ্রেফতার দীপ, গেরুয়া শিবিরের ‘কৌশলী চাল’ ঘিরে উঠছে প্রশ্ন

তবে পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় মহুয়াকে সমর্থন করে সংসদে বলেন, মহুয়া কারও নাম নেননি এবং অবসর গ্রহণের পর কোনও প্রাক্তন প্রধান বিচারপতিকে সর্বোচ্চ কর্তৃপক্ষ বলা যায় না। তবে লোকসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রেমাচন্দ্রণ এদিন মহুয়াকে তাঁর বক্তব্য শেষ করার অনুমতি দিলেও, প্রাক্তন প্রধান বিচারপতির প্রসঙ্গে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here