নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে ৫ জন প্রাণ হারালেন শীতলকুচিতে। এই নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। সেই প্রসঙ্গে বিজেপি নেতার ভিডিও পোস্ট করে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
শীতলকুচির ঘটনায় তৃণমূল কংগ্রেসের বাগ্মী সাংসদ মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। মহুয়া মৈত্র টুইটে যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি মিটিং-এর ভিডিও।
@BJP “leader” saying loudly & publicly that he will instruct CRPF to shoot in the chest while WB police will be locked inside their
stations.
Exactly what happened today!Deaf & blind @ECISVEEP
take cognisance, take action! pic.twitter.com/0c3hgE0rZT— Mahua Moitra (@MahuaMoitra) April 10, 2021
মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে লিখেছেন,” বিজেপি নেতা চিৎকার করে জনসমক্ষে বলছেন যে তিনি সিআরপিএফ কে নির্দেশ দেবেন যাতে তারা মানুষকে বুকে গুলি করে মারে। আর রাজ্য পুলিশকে থানায় বসিয়ে রাখা হবে। একেবারে এই ঘটনাই ঘটেছে আজ।” মহুয়া আরো লিখেছেন, ” মূক ও বধির নির্বাচন কমিশন, গুরুত্ব বুঝুন এবং ব্যবস্থা নিন।”
আরও পড়ুনঃ রাজ্যে বাকি চার দফা ভোটে নিয়োগ করা হবে আরও বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584