নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অগণতান্ত্রিক ও অসংসদীয় আচরণের কারণে বাদল অধিবেশনের বাকি দিনগুলি রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। শুক্রবার সকালে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বৈঠক করেন বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন।
এরপর অধিবেশন শুরু হলে বেঙ্কাইয়া নাইডু ঘোষণা করেন যে, অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণে অভিযুক্ত সাংসদ শান্তনু সেনকে অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো যখন পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে বক্তৃতা করছিলেন তখন তাঁর হাত থেকে বক্তৃতার কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের আসনের দিকে ছুঁড়ে দেন শান্তনু।
আরও পড়ুনঃ উপনির্বাচনের ফার্স্ট লেভেল চেকিং শেষ, ভবানীপুর কেন্দ্রে খারাপ ইভিএম-ভিভিপ্যাট বাছাই শুরু
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন অবশ্য অভিযোগ করেন, বৃহস্পতিবার কাগজ ছেঁড়ার ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজের আসন ছেড়ে শান্তনুর দিকে তেড়ে গিয়েছিলেন। অসংসদীয় বাক্যও প্রয়োগ করেছিলেন। ডেরেকের প্রশ্ন, সেক্ষেত্রে অন্য অভিযুক্তকে কেন ছাড় দেওয়া হলো! তৃণমূল ও অন্যান্য বিরোধীদের হৈচৈ-এর জেরে শুক্রবারও মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584