ত্রিপুরায় তৃণমূলের সুস্মিতা দেবের গাড়িতে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
54

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :

ত্রিপুরায় তৃণমূল নেত্রী এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ, শুক্রবার প্রচারে বেরিয়েছিল সুস্মিতা দেবের এই গাড়িটি। এরপর আচমকাই দুষ্কৃতির দল গাড়িটিতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, সেইসময় সুস্মিতা দেবের ব্যাগও ছিনতাই করে ওই দুষ্কৃতিরা। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলছে তৃণমূল।

Tripura TMC
ছবি সৌজন্যে : ইন্ডিয়া টুডে

ত্রিপুরায় আর কিছুদিন পরেই পুরভোট। তার আগে সেরাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে প্রচারপর্ব। গতকাল বৃহস্পতিবার থেকে তৃণমূলের প্রচার কর্মসূচি শুরু হয়েছে য়। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ, শুক্রবার তেমনই প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল নেত্রী সস্মিতা দেব। হঠাতই সেই প্রচার কর্মসূচি পণ্ড করতে তৃণমূলের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পশ্চিম ত্রিপুরার আমতলি বাজারের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হন সুস্মিতা দেব স্বয়ং। এই হামলার পরে শুধু গাড়ি ভাঙচুরই নয় সুস্মিতা দেবের ব্যাগ ছিনতাইও করা হয়।

ঘটনার পরে আমতলি থানায় যান সুস্মিতা দেব। সেখানে অভিযোগ দায়ের করেন তারা। তাদের প্রাথমিক অনুমান যে য় তৃণমূলের এই প্রচারপর্বের উপর হামলা চালানোর পিছনে রয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ দিল্লির আদালতে

এদিকে, বিজেপির তরফ থেকে একথা অস্বীকার করে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “পশ্চিমবঙ্গকে দেখেই ত্রিপুরা শিখছে। গত দশ বছরে পশ্চিমবঙ্গে এধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে। বিজেপির প্রচার গাড়ী হোক কিংবা প্রার্থী, পশ্চিমবঙ্গে সবার উপরেই আক্রমণ হয়েছে। এমন কোনও নেতা নেই, বাংলায় যার উপরে আক্রমণ হয়নি। তবে এটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here