মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে মনোনীত হলেন তৃণমূলের সুস্মিতা দেব

0
79

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

রাজ্যসভায় মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেবকে পাঠিয়ে চমক দিল তৃণমূল। দেড় মাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুস্মিতা। এবার তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দিল রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার একটি উপনির্বাচন। তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনে এবার মনোনীত হলেন সুস্মিতা দেব।

Sushmita Dev

মঙ্গলবার টুইটে একথাই ঘোষণা করল তৃণমূল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সুস্মিতা তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বলেন, তাঁর ধ্যানজ্ঞান এখন একটাই-অসম ও ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বিস্তার।

আরও পড়ুনঃ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী গোপাল মুখোপাধ্যায়

তিনি আরও বলেন, “আমি সংগঠনের লোক, আর আমি সেটাই চাই।” এবার তাঁকে সংসদের একেবারে উচ্চকক্ষে পাঠিয়ে দিল ঘাসফুল শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here