পিয়ালী দাস,বীরভূমঃ
পঞ্চায়েত নির্বাচনের প্রায় এক বছর পর বীরভূমের মোহাম্মদ বাজার থানা রামপুর গ্রাম পঞ্চায়েতের দখল পেল তৃণমূল কংগ্রেস।শুক্রবার টসে জিতে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নিজেদের দখলে রাখল।
রামপুর পঞ্চায়েতের আসন সংখ্যা ৬।এই ৬ টি আসনের মধ্যে তিনটি আসনের তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং তিনটি আসনে বিজেপি জিতেছিল। দীর্ঘ এক বছর ধরে টালবাহানার পর প্রশাসনিক স্তরে উদ্যোগ নিয়ে শুক্রবার প্রথমে গোপন ভোট নেওয়া হয় ব্যালটের মাধ্যমে। ব্যালট বাক্স খোলার পর দেখা যায় ফের তিনটি আসনে তৃণমূলের ও তিনটি আসন বিজেপি পেয়েছে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় পান সিদ্ধান্ত নেন টসের মাধ্যমে রামপুর পঞ্চায়েত কার দখলে যাবে। তারপরেই টস করা হয়। টসে তৃণমূল কংগ্রেস জয়ী হয়।
আরও পড়ুনঃ পরাজয়ের জের,দলীয় মিছিলে তৃণমূলের সব গোষ্ঠী
তৃণমূল কংগ্রেস রামপুর গ্রাম পঞ্চায়েত জিতে নিয়ে সাথে সাথে পঞ্চায়েত প্রধান উপপ্রধান এর নাম ঘোষণা করে দেয়। প্রধান হলেন সরস্বতী হাঁসদা, উপ প্রধান হলেন সুধাময় দাস। এদিন রামপুর পঞ্চায়েত গঠনের জন্য কড়া পুলিশি নিরাপত্তা নজরে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584