নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার চন্দ্রকোনারোড সংলগ্ন সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয় প্রাঙ্গণে বিনা পয়সার বাজার শুরু হয়।
ওই বাজারে বিভিন্ন রকমের সবজি, ডিম মানুষের হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার প্রায় এক হাজার মানুষ ওই বাজারে এসে বিনা পয়সায় সবজি বাজার করে নিয়ে যায়। বিনা পয়সার সবজি বাজারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই রতন ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ সহ অনেকে।
আরও পড়ুনঃ গ্রামে নতুন কোয়ারান্টাইন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ
জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনা পয়সার বাজার শনিবার শুরু হয়েছে।
এটি একটি মানবিক প্রচেষ্টা। এর ফলে এই এলাকার দরিদ্র পরিবারগুলি বিনা পয়সার বাজারে বাজার করতে পারবেন এবং তারা বিশেষভাবে উপকৃত হবেন।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনা পয়সায় বাজার শুরু হওয়ায় খুশি গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া পঞ্চায়েত এলাকার দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584