নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের আগেই নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে রাখতে মরিয়া সব রাজনৈতিক দল।ভোটের দিনক্ষণ ঘোষণা শুধুই সময়ের অপেক্ষায় রয়েছে।
তাই তার আগে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে এবং জন সমর্থনকে সঠিকভাবে আদায় করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে কলস যাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস ।রবিবার কেশিয়াড়ি ব্লকের খাজরাতে মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে মহিলারা মাথায় কলসী নিয়ে এই মিছিলে অংশ নেন।কেশিয়াড়ি ব্লক তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে কেশিয়াড়িতে আয়োজন করা হয় আদিবাসীদের কলস যাত্রার। আদিবাসী দেবেন হাঁসদার নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়।কেশিয়াড়ি ব্লকের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের দেবেন হাঁসদা কয়েকদিন আগে তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুনঃ বালুরঘাটে আয়োজিত হল জেলা যোগা প্রতিযোগিতা
তারপরেই তার নেতৃত্বে এই প্রথম আদিবাসীদের নিয়ে মিছিল হল কেশিয়াড়িতে।এদিনের এই মিছিল কুশগেড়িয়া হাটের কাছ থেকে সারা খাজরা বাজার পরিক্রমা করে খাজরা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় এবং মিছিল শেষে পথসভা সংগঠিত হয়।
উপস্থিত ছিলেন যুব রাজ্য সম্পাদিকা কল্পনা শিট,ব্লকের সহ সভাপতি পবিত্র শিট, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী,খাজরা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব কালাচাঁদ সানকী,পীযুষ চন্দ,পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত পুষ্টি সহ অনেকেই।এদিন সন্ধ্যায় পথসভা শেষে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। সেই নৃত্যে মহিলাদের সঙ্গে যুব রাজ্য সম্পাদিকা কল্পনা শিট ও পা মেলান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584