তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাঁতন

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকা। আহত দুপক্ষের ৬। আশঙ্কাজনক অবস্থায় ৩ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

injured | newsfront.co
আহত। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসার সূত্রপাত হয় বুধবার সকালে। সাময়িকভাবে মিটে গেলেও বুধবার রাতে লাঠি রড নিয়ে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় চার বিজেপি কর্মী। আহতদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

aji maity | newsfront.co
অজিত মাইতি, জেলা তৃণমূল সভাপতি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মালদহে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, রাস্তায় বাঁশের ব্যারিকেড শহরবাসীর

অপরদিকে বিজেপির পাল্টা মারে আহত হয় দুই তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীদেরও নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। ধারালো অস্ত্রের আঘাতে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যাওয়ায় তাকে সাথে সাথে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি শমীত কুমার দাসের অভিযোগ, পুলিশের প্রশ্রয়েই তাদের দলীয় কর্মীদের মারধর করেছে তৃণমূল। গোটা ঘটনার পিছনে পুলিশকে দায়ী করে তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন জেলা বিজেপির সভাপতি।

bjp leader | newsfront.co
অর্ধেন্দু দাস মহাপাত্র, স্থানীয় বিজেপি নেতা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উদ্বেগজনক ট্রেন্ড! একদিনে কলকাতায় আত্মঘাতী ৭

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, তৃণমূল কর্মীদের ওপর প্রথমে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা, এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে তৃণমূল কর্মীরা।

দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে দাঁতন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here