নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির তৈরি অশান্তি ঠেকাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর অঞ্চলের মেঠানি শম্ভুনাথ মন্দিরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার মহাযজ্ঞের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই, তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী,চন্দ্রকোনা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। মেঠানি গ্রামের বারোয়ারী শম্ভুনাথ মন্দিরে মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। ওই মন্দিরটি এলাকায় বেশ জনপ্রিয়। প্রতিবছর গাজন উৎসবে বহু মানুষের সমাগম হয়।
সোমবার মহাযজ্ঞের আগেই এলাকার নির্দিষ্ট পুকুর থেকে জল এনে শিবের মাথায় ঢালা হয়। এরপর নিয়ম মেনে মহাযজ্ঞ শুরু হয়। এবং মহাযজ্ঞ শেষে প্রায় ২০ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। ওই মহাযজ্ঞকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল বিশাল। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন যে,”সারা বাংলা জুড়ে বিজেপি অশান্তির পরিবেশ তৈরী করছে, তার বিরুদ্ধে সবাই শামিল হয়েছেন।” বিজেপির অশান্তি ঠেকাতে এই শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। ওই অনুষ্ঠানে ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ময়নাগুড়িতে বেহাল জলাশয়ের হাল ফেরানোর দাবি এলাকাবাসীর
অনুষ্ঠানে উপস্থিত ব্রাহ্মণদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তৃণমূল কংগ্রেসের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “এই মহাযজ্ঞের মাধ্যমে আমরা সর্বস্তরের মানুষের শান্তি কামনা করছি। বাংলার মানুষকে যেন শম্ভুনাথ শান্তিতে রাখেন সেই কামনা করছি। সেই সঙ্গে তৃতীয়বার যেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাই সেই কামনাও ঠাকুরের কাছে করেছি।” এ দিন হাজার হাজার মানুষ মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকায় খুশি ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584