নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারও ডোমকলে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল।
মুর্শিদাবাদের ডোমকল ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ১৫ নম্বর সংসদের মেম্বার তাসিকুল ইসলামের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে।
অভিযোগ, পঞ্চায়েতের রেজুলেশনের আরটিও করেন ১৫ নম্বর সংসদের মেম্বার তাসিকুল ইসলাম।
প্রধানের স্বামীসহ তার অনুগামীরা মেম্বারকে আরটিও করার জন্য বিভিন্ন রকম হুমকি দেন। মেম্বারের কাছে হুমকি আসার কারণে মেম্বার ডোমকল থানায় ও ডোমকল মহকুমা পুলিশের কাছে অভিযোগ পত্র জমা দেয়।
আরও পড়ুনঃ আজই গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় ফেলুদাকে
গতকাল রাতে মেম্বারকে লক্ষ্য করে তার বাড়িতে বোমা ছোড়া হয় বলে জানা গিয়েছে। ঘটনায় কোন ক্ষয়ক্ষতি না হলেও সেখান থেকে একটি তাজা সকেট সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। সেখান থেকে তাজা সকেট উদ্ধার করে, তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
অন্যদিকে, যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত এবং যারা প্রাণে মেরে দেওয়ার জন্য আমার বাড়িতে সকেট ফেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে দাবি করেন মেম্বার তাসিকুল ইসলাম।
আরও পড়ুনঃ বড়ঞায় গাড়িতে আগুন
ঘটনায় প্রধান এবং প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584