নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদাতে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।
ওই প্রতিবাদ মিছিলে লাঙল কাঁধে নিয়ে শামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংসদ দেব -এর প্রতিনিধি সিতেশ ধাড়া, তৃণমূল কংগ্রেসের নেতা বিবেকানন্দ মুখার্জি সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ কোচবিহারে বিজেপিতে ভাঙন, জেলা কমিটির দুই সদস্য যোগ দিল তৃণমূলে
ওই মিছিলে পাঁচ হাজারেরও বেশি মানুষ শামিল হয়েছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষক সম্প্রদায়ের। ওই মিছিলে কৃষকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল ভালোই। লোয়াদা বাজারের সভায় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা তার ভাষণে বলেন, বাংলায় কৃষক বিরোধী কৃষি বিল চালু হবে না।
আরও পড়ুনঃ জলঙ্গিতে একাধিক দাবিতে সিপিআইএম এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল
বাংলার মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। আর কেন্দ্র যে কৃষি বিল পাস করেছে সেই কৃষি বিল কৃষকদের কাছে আত্মহত্যার শামিল।
ওই বিল কৃষকের সর্বনাশ করবে কৃষকদের না খেতে পেয়ে মরতে হবে। তাই কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তিনি সকলকে রাস্তায় নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584