নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক ও পুরসভার দলীয় পদাধিকারীর নাম ও জেলা কমিটির প্রতিটি সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি।
তিনি ঘোষণা করেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলুইকে চন্দ্রকোনা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে জগজিৎ সরকারকে সভাপতি করা হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে চন্দ্রকোনা টাউন এলাকায়। বুধবার ওই এলাকায় যায় ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা।
আরও পড়ুনঃ বিডিও অফিসে ডেপুটেশন, বিক্ষোভ কর্মসূচি পরিযায়ী শ্রমিক সমিতির
তাদেরকে চন্দ্রকোনা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায় রামকৃষ্ণ রায় ও সঞ্জীব মিদ্দার অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। তাদের অভিযোগ দলকে ভুল বুঝিয়ে জগজিৎ সরকারের মত একজন অসৎ ব্যক্তিকে দলের সভাপতি করা হয়েছে। আমরা ওকে সভাপতি হিসেবে মানবনা। তাই দলের বিভিন্ন পদাধিকারীরা পদত্যাগের সিদ্ধান্ত নেয়।
পিকে -র টিমের সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দাবি জগজিৎ সরকারকে সভাপতির পদ থেকে না সরালে তারা সকলেই তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করবেন।
আরও পড়ুনঃ বারো দফা দাবিতে আন্দোলন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের
তবে এ বিষয়ে স্থানীয় বিধায়ক ছায়া দোলুই ও নবনির্বাচিত চন্দ্রকোনা দুই ব্লকের সভাপতি জগজিৎ সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
পুলিশের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “বিষয়টি আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584