সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডায়মন্ড হারবারে মিছিল যুব তৃণমূলের

0
67

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

করোনা আবহে সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিছিল করলো ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণ সহ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন ডায়মন্ড হারবারে মিছিল করা হয়। মিছিলে হাঁটেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

tmc member protest | newsfront.co
নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে এদিন কপাটহাট মোড় থেকে ডায়মন্ড হারবারের এসডিও ময়দান পর্যন্ত মিছিল করা হয়। এই মিছিলকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে।একদিকে করোনা আবহে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সপ্তাহে দুদিন করে লকডাউন।

tmc member | newsfront.co
নিজস্ব চিত্র
tmc members protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কলাইকুন্ডায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন

এমন কি করোনা থেকে বাঁচতে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। আর সেই সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডায়মন্ড হারবার শহরে মিছিলে অংশগ্রহণ করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভাপতি দেবাংশু পান্ডা এর নিন্দা করেন।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম অধিকারী এবিষয় নিয়ে কোন মন্তব্য করেননি। অভিষেক ব্যানার্জীর নির্দেশকে পাথেয় করে এই মিছিল বলে দাবি করেছেন তিনি। এদিন অধিকাংশ সাধারণ মানুষের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here