নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
১৯ বছরের দলিত তরুণীকে চারজন উচ্চবর্ণের নর পশুর দ্বারা ধর্ষিত হতে হয়েছিল বেটি বাঁচাও এর স্লোগানধারী বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস এলাকায়। ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায় ওই তরুণী। এ যেন দ্বিতীয়বার নির্ভয়ার ঘটনা মনে করিয়ে দিল। এই ঘটনার প্রতিবাদে আজ মেদিনীপুর শহর মহিলা তৃণমূল সংগঠনের ডাকে সারা ভারত কালা দিবসের ডাক দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে অর্থাৎ খড়্গপুর,বেলদা, নারায়ণগড়, পিংলা, সবং সহ বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ জানানো হয়। মেদিনীপুর শহরেও এই কর্মসূচি পালিত হয়। মেদিনীপুর শহরের স্টেশন রোড ফ্লাইওভার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কেরানীতলার পাঁচ মাথার মোড়ে শেষ হয় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে।
আরও পড়ুনঃ হাথরাসের পথে রাহুলকে গ্রেফতার ! লাঠি চার্জের অভিযোগ
বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, নির্মাল্য চক্রবর্তী, সুসময় মুখার্জি, সহ সমস্ত মহিলা কাউন্সিলরবৃন্দ। আদিত্যনাথ যোগীর পদত্যাগের দাবি জানানো হয় এদিন।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের তরুণী মৃত্যুর প্রতিবাদে এসএফআই – ডিওয়াইএফআইয়ের ধিক্কার মিছিল মেদিনীপুর শহরে
অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান নেতৃত্বরা। যোগীর পদত্যাগ দাবি করে কেরানীতলার মোড়ে যোগীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584