নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল আজ। রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মিছিল, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মহা মিছিলের আয়োজন করা হয়।
এই দিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মেলায়, এই দিন এই মিছিলে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিন গোটা পাঁশকুড়া বাজার এলাকায় মিছিল ঘুরে অবশেষে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে হুল জারি করার হুঁশিয়ারি, ভারত জাকাত মাঝি পারগানা মহলের
এই দিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক ব্লক নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান সুর চড়ায়, এছাড়াও যে ভাবে রেল ও ব্যাঙ্ক গুলি থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন ব্লক তৃণমূল নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র, পাঁশকুড়া পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দিন, ব্লক তৃণমূল সভাপতি দিপ্তী জানা সহ তৃণমূলের নেতৃত্বরা।
গোটা পাঁশকুড়া পুরসভা এলাকা সহ গোটা বাজার ঘুরে মিছিল শেষে সভা হয়। পাঁশকুড়ার এই সভায় ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বিজেপির নেতৃত্ব সহ ১০ জন। জিডিপি ২৩.৯ % লেখা প্লাস্টিক থালা হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটে নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584