অবৈধভাবে বিজেপির দলীয় কার্যালয় তৈরির চেষ্টা, প্রতিবাদে পথ অবরোধ

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

tmc memer protest | newsfront.co
নিজস্ব চিত্র

অবৈধভাবে জোরকরে দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদে ইংরেজবাজার ব্লকের কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকায় মালদহ রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কোতয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেস।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

কোতয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস, মালদহ জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্রর নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী সমর্থক পথ অবরোধে সামিল হয়। জানা গিয়েছে, টিপাজানি এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর অবৈধভাবে এক বিজেপি নেতার নেতৃত্বে জায়গা দখল করে বিজেপি কার্যালয় বানানোর প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা ওই তৃণমূল নেতার উপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ রামমন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি তুঙ্গে! করোনা আক্রান্ত মন্দিরের পুরোহিত-সহ ১৬ পুলিশকর্মী

police | newsfront.co
নিজস্ব চিত্র

তারই প্রতিবাদে কোতয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে ঘন্টাখানেক পর পথ অবরোধ উঠে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here