বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
62

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

এক বিজেপি কর্মীকে রাস্তার ওপর ফেলে লাঠি,লোহার রড নিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ১ নং ব্লকের নৈপুর ২ নম্বর অঞ্চলের আলাম চক বেলদা গ্রামে।

bjp members injured | newsfront.co
আহত কর্মী ৷ নিজস্ব চিত্র

অভিযোগ প্রাক্তন সেনা ঐ বিজেপি কর্মী অনন্ত মাইতি তার ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন এমন সময় রাস্তায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীরা এসে অতর্কিত ভাবে লাঠি, রড নিয়ে তার উপর হামলা চালায় । তাকে প্রাণে মারারও চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি । এরপর ওই আহত বিজেপি কর্মী কে প্রথমে পটাশপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ।

আরও পড়ুনঃ সফল হতে না পারার আতঙ্কে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আহত বিজেপি কর্মী অনন্ত মাইতি বলেন এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি ৷ পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার চালায়। বেশ কয়েকদিন ধরেই গ্রামে রয়েছে পুলিশ ক্যাম্প। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ গত বৃহস্পতিবার তৃণমূলের এক কর্মী বাজারে গিয়েছিল ওখানে বিজেপির কয়েকজন সমর্থক তাকে মারধর করে।

সেই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় আজ বাড়ির লোকের সঙ্গে বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয় । এই জেলা শান্তির জেলা,সেই জেলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মীরা ৷ মানুষ এর জবাব দেবে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here