রাজ্যে ব্রাহ্মণ ভাতা চালু করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পিংলার তৃণমূল কংগ্রেসের

0
37

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের প্রতিমাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

tmc memers | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা ডাকবাংলা মোড়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরতি বলেন “সারা ভারতবর্ষের মধ্যে, রাজ্যে ব্রাহ্মণদের জন্য ভাতা চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় নজীর সৃষ্টি করলেন। তিনি যে শুধু একটা ধর্মের প্রতি সহানুভূতিশীল তা নয়, তিনি সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল। তিনি যখন ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা চালু করেছিলেন তখন অনেকেই সমালোচনা করেছিলেন।

আরও পড়ুনঃ প্রায় ৬ মাস পর জেলা সফরে মুখমন্ত্রী, উত্তরকন্যাতে হবে সমস্ত বৈঠক

কিন্তু তিনি যে কোন সমালোচনাতে কান দেন না তা ফের তিনি প্রমাণ করলেন।” তিনি এও বলেন, “যারা কোন কাজ করে না যারা শুধু সমালোচনা করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা করে কোন কিছুই করতে পারবে না।

tmc workshop | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল “ইঞ্জিনিয়ার দিবস”

আর যারা ভাবেন যে সঠিক পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকবেন। তাই বিজেপি যতই লাফালাফি করুক না কেন আগামী বিধানসভা নির্বাচনে কোন কিছুই করতে পারবে না। বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারী বিজেপিকে বাংলার মাটিতে জায়গা করে দেবে না।”

তাই তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলকে শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান। দ্বিতীয়বারের জন্য তিনি ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দল তার ওপর আস্থা রাখার জন্য তিনি দলের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন এখন ঘরে বসে থাকলে হবে না, প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনতে হবে এবং রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here