নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের খড়্কুশমা অঞ্চলের লোধা গ্রামে বিজেপির ভয়ে বেশ কয়েক মাস ধরে তৃণমূলের কোন কার্যকলাপ সহ দলীয় পতাকা তুলতে পারেনি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
এখানেই শেষ নয় আরও অভিযোগ ২১ শে জুলাই শহীদ দিবসের দিনেও দলীয় পতাকা উত্তোলন করতে পারেনি তৃণমূল নেতৃত্ব। অবশেষে রবিবার গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তীর উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন করলো তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ কলাইকুন্ডায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন
এদিন বিধায়ক আশিস চক্রবর্তী বলেন এরপর থেকে এই এলাকায় বিভিন্ন দলীয় কর্মসূচি নেওয়া হবে। তিনি আরো বলেন, “বিজেপি যতই সন্ত্রাস করুক সাধারণ মানুষ তাদেরকে যে আর গ্রহণ করছে না এটা তারা বুঝতে পেরেই এমন সন্ত্রাস করছে।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অসীম সিংহ সহ একাধিক ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584