মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দল

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর খুনের ঘটনায় তাঁর স্মরণসভায় এসে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত দোষীদের গ্রেফতার করার দাবি জানালেন সংগঠনের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

tmc members | newsfront.co
পাশে থাকার আশ্বাস ৷ নিজস্ব চিত্র

সোমবার সন্ধ্যায় চোপড়া ব্লকের গোয়া বাড়িতে মৃত কর্মী মোস্তফা কামালের স্মরণ সভায় কানাইয়ালালবাবু বলেন, ‘দলের নির্দেশমতো তার পরিবারের হাতে এদিন দুই লক্ষ টাকা দেওয়া হলো’। ওই কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা গ্রেফতার হলে মৃত কর্মীর আত্মার শান্তি হবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ কোলাঘাটে আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের কাজ শুরু

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, মৃত কর্মীর পরিবারের পাশে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস রয়েছে। ১০থেকে ১২ জনের নামে থানায় অভিযোগ হলেও এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় মাত্র ১জনকে গ্রেফতার করেছে।

অবিলম্বে যারা ওই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন আজহারউদ্দিন সাহেব। সিপিএম কংগ্রেস জোট এর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘এলাকাকে অশান্ত করছে তারা। তাই জোট ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here