তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনী সভায় ভ্যানিশ সামাজিক বিধি নিষেধ

0
43

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সামাজিক দূরত্ব বিধি, স্বাস্থ্যবিধি না-মেনেই দলীয় কার্যালয় উদ্বোধন ও রাজনৈতিক সভা হল রাজ্যের শাসকদল তথা তৃণমূলের। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের মির্জাপুর বাজারে এই দলীয় কার্যালয় উদ্বোধন ও সভা হয়েছে।

tmc party office | newsfront.co
নিজস্ব চিত্র

নেতৃত্বে ছিলেন উদ্বোধক তথা জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারি সাউ, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, আরবিসি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, এগরা-১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আপতার খান, পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক দাস, যুব নেতা চন্দন রায় ও গোপাল চন্দ্র বেরা প্রমুখ।

member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আশ্রমের ভূমি পুজােয় করোনা নিষ্কৃতির জন্য বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন

সভায় ভিড়ে যারা ছিলেন, তাদের অনেকের মুখেই মাস্ক ছিল না। করোনা- কালে এত লোক নিয়ে সভা কেন? তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম বারিকের সাফাই, “বুথের নেতৃত্ব- স্থানীয়দেরই ডাকা হয়েছিল। উৎসাহী অনেক কর্মী- সমর্থক চলে এসেছিলেন!” তার দাবি, “সভায় থাকা সকলের মুখেই মাস্ক ছিল বলে দেখেছি।

পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই তৃণমূলের সভা হয়েছে। এটা বিরোধীদের অপপ্রচার। তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।” কিন্তু এ দিন করোনা বিধি ভেঙে প্রচুর মানুষের জমায়েত দেখা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here