নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর শোলিডিহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাটার কেটে ভিতরে ঢোকে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা বলে অভিযোগ। পার্টি অফিসে থাকা টিভি সহ সমস্ত জিনিস পত্র লুঠ করে নিয়ে যাওয়ার পাশাপাশি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় ও অফিসে আগুন লাগিয়ে দেয় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।
শনিবার ভোরে তৃণমূলের দলীয় অফিস থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তৃণমূলের নেতা ও কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য সুকৌশলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাটি ঘটিয়েছে।
আনন্দপুর থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। তিনি বলেন, “বিজেপি হিংসা ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। বিজেপির সাথে মানুষ নেই তাই হিংসা কে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে উত্তপ্ত করতে চাইছে।” তিনি পুলিশকে ওই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
আরও পড়ুনঃ সাগরদিঘীতে বাইক দুর্ঘটনায় তিন ভাইয়ের মৃত্যু
সেই সঙ্গে তিনি বলেন, গত ২১ শে জানুয়ারি আনন্দপুর থানা এলাকায় দুটি দলীয় পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্যের জন্য এ ধরনের ঘটনা ঘটেছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ কাদের সাথে আছে তা প্রমাণ হয়ে যাবে বলে তিনি জানান। তবে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।
আনন্দপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ক্ষোভে ফুঁসছেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তারা পুলিশকে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে। তবে বিজেপি তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584