বিজেপি আইটি সেলের প্রধান রাজ্যে আসতেই ‘ফেক নিউজ’ নিয়ে সরব তৃণমূল

0
71

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সোমবার বাংলায় এসেছেন রাজ্যে বিজেপির নবনিযুক্ত অতিরিক্ত সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য, যিনি আবার বিজেপির আইটি সেলের প্রধানও বটে। অমিত মালব্য রাজ্যে আসার সঙ্গে সঙ্গেই ‘ফেক নিউজ’ নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপির পাখির চোখ এখন ২০২১-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিজেপির রণনীতির বৈঠকে হাজির ছিলেন অমিত মালব্য।

fake news | newsfront.co
প্রতীকী চিত্র

মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর উন্নয়ন মূলক কাজ হয়েছে। কিন্তু এখন প্রচুর ‘ফেক নিউজ’ বা ভিত্তিহীন খবর হচ্ছে। যার মধ্যে আসল বিষয়টা নেই। ‘মেনুপুলেট’ করে ভিত্তিহীন খবর তৈরি করা হচ্ছে। বিভ্রান্তি ছড়়ানো হচ্ছে। ‘ফেক ভিডিও’ প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুনঃ অবশেষে পিনকন মামলায় আদালতে আত্মসমর্পণ অভিযুক্ত মৌসুমির

এসবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, লড়াই করবে।” এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন এই ‘ফেক নিউজ’ প্রসঙ্গে। যদিও রাজ্য বিজেপি ‘ফেক নিউজ’ নিয়ে তৃণমূলের অভিযোগকে কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি নয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, ফেক নিউজ করলে তৃণমূল কেন মামলা করছে না!

২০২১ বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে সব দলেই উত্তেজনার পারদ চড়তে শুরু হয়েছে। এদিন বিজেপি ২০২১-এর রণকৌশল ঠিক করতে এক উচ্চপর্যায়ের বৈঠক করে। বামফ্রণ্ট নিজেদের দলীয় আলোচনা সেরে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে। ওদিকে, তৃণমূল কংগ্রেস নতুন করে মঙ্গলবার থেকেই মিডিয়া সেল চালু করেছে তৃণমূল ভবনে।

আরও পড়ুনঃ গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

তবে আগামী দিনে ‘ফেক নিউজ’ বা ‘ফেক ভিডিও’ নিয়ে বিতর্ক যে বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে বাংলাদেশ বা বাইরের রাজ্যের ঘটনা তুলে ধরে বাংলার ঘটনা বলে প্রচার চালানো হয় এবং একাধিকবার এই অভিযোগের জবাবে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় সঠিক বেঠিক খবর নিয়ে পোস্ট করতেও দেখা গেছে।

বর্তমান রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে বাড়ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, বিজেপির আইটি সেল নিয়ে অন্যান্য রাজনৈতিক দল আশঙ্কায় থাকে, তাই গেরুয়া শিবিরের সঙ্গে টক্কর দিতে অন্য দলগুলিও ঢেলে সাজিয়েছে তাঁদের আইটি সেল। বিজেপির বিধানসভার প্রার্থীকে দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ নির্বাচনের আগে অমিত মালব্যকে এরাজ্যে বিশেষ দায়িত্ব দেওয়ায় অনেকেই মনে করছেন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক বেশিদূর এগোনোর চেষ্টায় আছে বিজেপি।

উল্লেখ্য, তপসিয়ায় তৃণমূল ভবনে নিয়মিত সাংবাদিক বৈঠক প্রায় উঠেই গিয়েছিল। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, এখন থেকে নিয়ম করে সেখানে বসবেন তৃণমূলের মুখপাত্ররা। রবিবার বাদ দিয়ে প্রতিদিন তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হবেন নিয়মিত। মঙ্গলবার থেকেই যা শুরু হলো আবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here