গঙ্গা জল – নাম সংকীর্তন সহযোগে গড়বেতার রাস্তাঘাট শুদ্ধিকরণে নামল তৃণমূল

0
84

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

tradition festival | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নং ব্লকের গড়বেতা বাজারের গড়বেতা হাইস্কুল মাঠে বিজেপির রথযাত্রা উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সেই সঙ্গে ওই এলাকায় বিজেপির রথযাত্রা পরিক্রমা করে। বিজেপির রথযাত্রা কে বাসযাত্রা বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে রথে দেবতারা থাকেন জগন্নাথ বলরাম সুভদ্রা সহ বিভিন্ন ঠাকুর থাকেন কিন্তু বিজেপির বাসে রয়েছে শৌচাগার। যার ফলে গোটা গড়বেতা এলাকা কে অপবিত্র করেছে বিজেপি।

bengali festival | newsfront.co
নিজস্ব চিত্র

তাই গড়বেতা এলাকার যে রাস্তা দিয়ে বিজেপির বাসের রথ পরিক্রমা করেছে সেই গোটা এলাকাকে রবিবার গঙ্গা জল দিয়ে নাম সংকীর্তন সহকারে শুদ্ধ করা হয়। প্রায় পাঁচ হাজার মানুষ শুদ্ধিকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন, “বিজেপির রথযাত্রা কে মানুষ ভালোভাবে মেনে নেয়নি। এটাকে রথযাত্রা বলা হয় যায় না এটা বাসযাত্রা। বিজেপি দাঙ্গাবাজ পার্টি ,তাই দাঙ্গা সৃষ্টি করার জন্য এই ধরনের বাস যাত্রার আয়োজন করেছে।” গড়বেতার মানুষ রবিবার শুদ্ধিকরণ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। কারো হাতে ছিল জগন্নাথ দেবের ছবি, কারো হাতে ছিল চৈতন্য মহাপ্রভুর ছবি , কারো হাতে ছিল রাধা কৃষ্ণের ছবি। সেই সঙ্গে নাম সংকীর্তন করতে করতে পুরো গড়বেতা বাজার এলাকায় গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুনঃ আত্মরক্ষার্থে পাঁশকুড়াতে চলছে ক্যারাটে প্রশিক্ষণ

এই শুদ্ধিকরণ অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেখানে দিলীপ ঘোষের সভায় খালি চেয়ার পড়েছিল মানুষের দেখা মেলেনি। সেখানে তৃণমূলের শুদ্ধিকরণ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম তৃণমূলের গরবেতা ব্লকে হয়েছে।তৃণমূলের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “মানুষ বিজেপিকে বিদায় জানানোর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। শনিবার এই এলাকাকে বিজেপি অশুদ্ধ করে গিয়েছিল। তাই শুদ্ধ করার জন্যে গড়বেতার রাস্তাঘাটে গঙ্গাজল ছড়িয়ে নাম সংকীর্তন করে রবিবার শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here