নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একুশের বিধানসভা ‘বামশূন্য’, যা ঘটলো পশ্চিমবঙ্গের পরিষদীয় রাজনীতিতে এই প্রথম। সেই বিধানসভায় সাড়ম্বরে পালন করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মবার্ষিকী। জ্যোতি বসুর ছবিতে শ্রদ্ধা জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিধায়করা।
তবে ‘শিবরাত্রির সলতে’ হয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী(আইএসএফ), এদিন জ্যোতি বসুর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনিও। আজকের বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তিনি একটি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
এবারের বিধানসভার দুই বিধায়ক পরেশ অধিকারী ও বঙ্কিম ঘোষ ছিলেন জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য। তবে এই দুজনেই এখন অন্য দলের বিধায়ক। পরেশ অধিকারী এখন তৃণমূলের বিধায়ক ও বঙ্কিম ঘোষ বিজেপির। তাঁরাও শ্রদ্ধা জানালেন জ্যোতি বসুর তৈলচিত্রে। বাংলার আরেক ‘রঙিন’ বিধায়ক, মদন মিত্রও উপস্থিত ছিলেন আজ বিধানসভায়। তিনি নিজেকে অবশ্য জ্যোতি বাবুর ‘ফ্যান’ বলেই স্বীকার করেন, শ্রদ্ধা জানালেন তিনিও।
আরও পড়ুনঃ স্পিকারের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস
কিছুদিন আগেই বাম-কংগ্রেস বিহীন বিধানসভা নিয়ে খেদোক্তি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে বিধান পরিষদ তৈরির পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর তিনি জানিয়েছিলেন বিধানপরিষদে বাম ও কংগ্রেস নেতাদের স্থান দিতে চান তিনি। আজ একই কথা বলেছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং
বিধানসভায় দলীয় নেতাকে শ্রদ্ধার্ঘ দিতে কোন বাম নেতা এদিন আসেননি তবে রাজ্যজুড়ে বাম দলগুলির কার্যালয়ে ও বিভিন্ন জায়গায় পালিত হয়েছে জ্যোতি বসুর জন্মবার্ষিকী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584