টানা ৪৬ দিন ঘরের বাইরে, সাধারণ মানুষের পাশে অঞ্চল সভাপতি

0
64

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

টানা ৪৬ দিন ঘরের বাইরে। করোনা আবহে সাধারণ মানুষকে ভরসা জোগাতে পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুর ২নং ব্লকের তপশিয়া ৩নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নিরঞ্জন দাস।

Niranjan das | newsfront.co
নিরঞ্জন দাস, অঞ্চল সভাপতি। নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। গত ২৩ মার্চ থেকে শুরু হয়ে লকডাউন এখন তৃতীয় দফায় পা দিয়েছে। লকডাউন শুরুর দিন থেকেই তিনি বাড়ির বাইরে রয়েছেন। ফেঁকোচকে তৃণমূলের দলীয় কার্যালয়ই তাঁর বাসস্থান। এমনকি তপশিয়া অঞ্চলের দিন আনা দিন খাওয়া সমস্ত গরীব ও দুঃস্থ পরিবারের সব রকম সাহায্য করে তাঁদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগরে রক্ত দান শিবির

পরিবার সূত্রে খবর, বাড়িতে তাঁর একটি ছোটো বাচ্চাও রয়েছে। কিন্তু বাড়ির সবার মায়া কাটিয়ে সাধারণ মানুষের সেবার জন্যই বাড়িরে বাইরে রয়েছেন তিনি।

এদিন নিরঞ্জন বাবু জানান,’টানা ৪৬দিন বাড়ির বাইরে রয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত তিন টাইমের খাবার বাড়ি থেকে বা কোনো না কোনো দলীয় কর্মীরা এসে দিয়ে যান। বাড়ির সাথে যা যোগাযোগ সব ফোনের মাধ্যমেই হয়।’ অঞ্চল সভাপতির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here