নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের সময় দুঃস্থ মানুষদের খাবার বিলির পরে এবার বানভাসী মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্ব।
সোমবার রায়গঞ্জ শহরে কুলিক নদীর পাশের নীচু এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেছেন শিক্ষকরা। সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, ‘এই বানভাসি মানুষদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। তাঁদের রান্না করার জায়গার অভাব দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাজারে ‘আরোগ্য’ সন্দেশ আনছে রাজ্য
সেইসঙ্গে খাবার বাসনপত্র বন্যার জলে এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। এই মুহুর্তে তাঁদের খাবারের অভাব রয়েছে।
এই কারণে আমরা প্রাথমিক শিক্ষক সংগঠন থেকে বানভাসি মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেছি।” এই খাদ্যসামগ্রী বিলিতে গৌরাঙ্গবাবুর সঙ্গে হাত লাগিয়েছিলেন লিয়াকত হোসেন, আণোয়ার আলি, নিখিল বর্মন প্রমুখরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584