অসহায় মানুষের পাশে এবার প্রাথমিক শিক্ষকরা

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে গ্রামে গিয়ে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি চলছিল। এবার খাবারের প্যাকেট নিয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালেন প্রাথমিক শিক্ষকরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেল কমিটির পক্ষ থেকে প্রায় ৪০০ টি পরিবারের হাতে চাল, ডাল সহ অন্যান্য শুকনো খাবার তুলে দেওয়া হয়।

Help | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ইসলামপুর বাস টার্মিনাসে বিভিন্ন এলাকা থেকে এসে উপস্থিত হন প্রচুর অসহায় মানুষ। সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, ‘এদিন তাদের তহবিল থেকে ৪০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বন্টন করা হয়। এই সময়ে চরম সংকট শুরু হয়েছে ওইসব পরিবারের মধ্যে।

আরও পড়ুনঃ ৩ সংক্রমিত এলাকায় জোর নজরদারি পুলিশের

বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থার থেকে ধারাবাহিকভাবে যে সব কর্মসূচি নেওয়া হচ্ছিল তা ইতিমধ্যেই অনেকটাই কমে এসেছে। ফলে এই মুহূর্তে তৃনমুলের প্রাথমিক শিক্ষকরা এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন।’ এদিন ওই কর্মসূচিতে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here