বাংলাকে গুজরাট বানাতে দিও না! এই স্লোগানে গড়বেতায় মিছিল করল তৃণমূল

0
75

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বাংলাকে গুজরাট বানাতে দিও না স্লোগানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

ওই মহামিছিলে নেতৃত্ব দেন গড়বেতার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশীষ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক নম্বর ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ,তৃণমূল কংগ্রেসের নেতা অসীম সিংহ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। কয়েক হাজার মানুষ এই মহামিছিলে শামিল হয়েছিলেন। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

tmc rally | newsfront.co
নিজস্ব চিত্র

গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন, “বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবে বলে ঘোষণা করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করেছি। এবং আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না। তাই বাংলা কে গুজরাট বানাতে দিও না স্লোগানকে সামনে রেখে শুক্রবার মহামিছিলের আয়োজন করা হয় এবং আগামী দিনে গড়বেতা বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলে ও গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হবে।”

আরও পড়ুনঃ প্রশাসক নয় ভোট চাই দাবিতে মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

তিনি তার বক্তব্যে আরও বলেন যে, বিজেপি সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনে নামার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন আমরা বাংলাকে কোনদিনই গুজরাট হতে দেব না।

আরও পড়ুনঃ জঙ্গিপুর স্টেশন মাস্টারকে ডেপুটেশন কংগ্রেসের

বাংলা বাংলায় থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন তিনি বাংলাকে গুজরাট বানাতে দেবেন না। তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here