রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
আগামী ২৯ শে এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে,বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডলের সমর্থনে সোমবার কাটোয়া ২নং ব্লক শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল হয়।মিছিল’টি শুরু হয় নন্দীগ্রাম থেকে এবিং এই মিছিল নন্দীগ্রামে প্রত্যেক পাড়ায় পরিক্রমাও করে।উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্যা,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের গ্ৰাম প্রধান সাগর প্রধান,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত সহ প্রমুখ। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কয়েকশো তৃনমূল কংগ্রেসের কর্মীরা পা মেলায় এই মিছিলে।এদিন মিছিলের মূল আকর্ষণ ছিল মহিলা ঢাক ও আদিবাসী নৃত্য। গ্ৰামের মানুষদের অভাব অভিযোগের কথা শোনেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল।
আরও পড়ুনঃ জঙ্গলমহলে জোর প্রচার কংগ্রেস প্রার্থীর
তিনি এসে নন্দীগ্রামের মানুষদের আশ্বাস দেন যে তিনি ভোটে জেতার পর সংসদ তহবিল থেকে কি ভাবে নন্দীগ্রামের উন্নয়ন করবেন সেটা দেখবেন।প্রচারে তিনি কতটা সফল তা বোঝা যাবে ভোটের ফলাফলের দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584