তৃণমূলের একুশে জুলাই সমাবেশের প্রচার মিছিল দিনহাটায়

0
142

মনিরুল হক, কোচবিহারঃ

২১ জুলাই শহীদ দিবসের ২৫ তম বর্ষপূর্তিতে সকল তৃনমূল ও তৃনমূল যুব কংগ্রেসে কর্মী সমর্থককে যোগদানের আবেদন জানিয়ে দিনহাটা শহরে মিছিল করল তৃনমূল যুব কংগ্রেস শহর ব্লক কমিটির সদস্যরা। এদিন ওই মিছিলে উপস্থিত ছিলেন শহর ব্লক সভাপতি অজয় রায়, প্রাক্তন যুব সভাপতি শৈবাল মিত্র, তাপস দাস, রমেন দাস, ইন্দ্রজিৎ সরকার, আসিস সরকার সহ আরও অনেকে।
এদিন ওই মিছিল দিনহাটা অলোক নন্দী ভবন থেকে শুরু হয়। ওই মিছিল দিনহাটা শহরে বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে অলোক নন্দী ভবনে ফিরে এসে মিছিল শেষ হয়। এদিনের ওই মিছিলে কয়েকশো যুব তৃনমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

নিজস্ব চিত্র

এদিন ওই মিছিল শেষে তৃনমূল যুব কংগ্রেস শহর ব্লক সভাপতি অজয় রায় বলেন, “২১ জুলাই শহীদ দিবসের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আগামি কাল কলকাতায় তৃনমূল ও যুব তৃনমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী সমর্থকদের যোগদানের আবেদন জানিয়েই এই মিছিল করা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিকের নেতৃত্বে থেকে প্রচুর তৃনমূল যুব কর্মী সমর্থক কলকাতার উত্তীর্ন ভবনে রয়েছেন। আগামীকালও কয়েকহাজার সমর্থককে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here