এনআরসি বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল এগরায়

0
46

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কেন্দ্র সরকারের এনআরসি বিলের বিরুদ্ধে ও লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা সহ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

tmc protest rally for high rate of products | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন পুরসভা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে এগরা শহ‍র পরিক্রমা করে ত্রিকোণ পার্কের কাছে শেষ হয়।এরপর একটি পথসভারও আয়োজন করা হয়।

tmc protest rally for high rate of products | newsfront.co
নিজস্ব চিত্র

এগরা শহর তৃণমূলের সভাপতি স্বপন নায়েক বলেন, “কেন্দ্রের এনআরসি বিল পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না আমরা রক্ত দিয়ে এনআরসি বিলের প্রতিবাদ জানাবো।

আরও পড়ুনঃ চাঁদা তুলতে গিয়ে গ্রেফতার ব্যবসায়ি, প্রতিবাদে অবরোধ

আগামী দিনে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো।” এদিনের প্রতিবাদ মিছিলে ছিলেন এগরার পুরপ্রধান শঙ্কর বেরা, জেলা তৃণমূলের নেতৃত্ব জয়ন্ত সাউ ,এগরা শহর যুব তৃণমূলের সভাপতি কৌস্তব দাস ,সংখ্যালঘু নেতা তাহের মল্লিক , নাসির খান ও সেক আকতার,যুব নেতা সেক সুরজ আলি প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here