নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আচমকা নির্বাচন ঘোষণার কারণে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি চা বাগানের মাঠের পূর্বঘোষিত সভা বাতিল করল তৃণমূল কংগ্রেস। বেঁধে ফেলা মাইক ও মঞ্চ সবই খুলে ফেলেছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে কালচিনি সাতালি চা-বাগানে শনিবার প্রায় ১৫ হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ নির্বাচনের দিন ঘোষণার পরই সর্বদলীয় বৈঠক কেশপুর বিডিও অফিসে
ইতিমধ্যেই এই জনসভার প্যান্ডেল সম্পূর্ণ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আচমকা শুক্রবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় পূর্ব ঘোষিত সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কালচিনি নেতা সন্দীপ এক্কা বলেন, “শনিবার সকালে আমাদের বিশাল জনসভা হওয়ার কথা ছিল। আমরা প্রস্তুতি নিয়ে ছিলাম এখানে ১৫ হাজার মানুষের জমায়েত করার জন্য। প্যান্ডেল মাইক সব বাধা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সভায় লোক আনার জন্য গাড়িও বুকিং করে ফেলেছিলাম। কিন্তু শুক্রবার আচমকা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় নির্বাচন বিধি বলবত হয়েছে। সেই কারণে এই সভা বাতিল করতে বাধ্য হয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584