নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আমরা বাংলাকে ভালবাসি তাই আমরা বাংলাকে গুজরাট হতে দেব না, এই কথাতেই আজ বিজেপিকে আক্রমণ করল তৃণমূল।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬-১ ও ৬-২ অঞ্চলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কোতোয়ালি থানার জোরহাট গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়।
ওই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায় ,জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সামন্ত ও তৃণমূল কংগ্রেসের নেতা গনি ইসমাইল মল্লিক। প্রকাশ্য সমাবেশে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক শামিল হয়েছিলেন। প্রকাশ্য সমাবেশে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন, “আমরা বাংলাকে ভালবাসি আমরা বাংলাকে গুজরাট হতে দেব না।”
তিনি বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে, বিজেপি বাংলাকে গুজরাট বানাবে বলে ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।” তিনি এও বলেন, “স্বপ্ন দেখা ভাল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করা খুবই কঠিন। বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে কোনদিনই বাংলাকে গুজরাট বানানোর জন্য বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে না।”
আরও পড়ুনঃ জল্পনায় জল ঢেলে রামনগরের সভা সারলেন শুভেন্দু
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। বিজেপি একটি আসনে জয়লাভ করতে পারবে না বলেও তিনি জানান। তৃতীয়বারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানান। তিনি তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
আরও পড়ুনঃ রোজগার বন্ধ, স্কুল খোলার দাবিতে আন্দোলন স্কুল বাস সংগঠনের
তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান তথা খড়্গপুর গ্রামীণ কেন্দ্রের বিধায়ক দিনেন রায় তার ভাষণে বলেন, “বিজেপি বাংলার উন্নয়ন চোখে দেখতে পায়নি।তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বাংলার মানুষই ঠিক করবে তারা কাকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাজ করে থাকে তাহলে বাংলার মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তারা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে না, ক্ষমতায় নিয়ে আসবে মা মাটি মানুষের নেত্রী তথা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত ধর্ম বোঝে না, তিনি বোঝেন মানুষের উন্নয়ন করা একমাত্র কাজ। তাই রাজনীতিকে দূরে রেখে তিনি বাংলার প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছেন।” তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। রেশনে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩৪ বছর বামেরা ক্ষমতায় থাকা সত্ত্বেও যে কাজ করতে পারেনি, মাত্র সাড়ে ৯ বছরের মা মাটি মানুষের সরকার সেই কাজ করেছে।
আরও পড়ুনঃ আদালতের নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার দাবিতে বিক্ষোভ
তাই আপনারা বিজেপির মিথ্যা কথায় ভুলবেন না। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে নিজেদের বুথকে রক্ষা করবেন। প্রতি বুথ থেকে দলীয় প্রার্থী যাতে বিপুল ভোটে এগিয়ে থাকে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলায় বিজেপি কোনদিন ক্ষমতায় আসতে পারবে না এবং বাংলাকে গুজরাট করতে পারবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584