পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা, পাশে তৃণমূলের জনপ্রতিনিধি

0
34

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ভিন রাজ্য থেকে ফিরে গ্রামবাসীদের বাধায় গ্রামে ঢুকতে না পাওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো তৃণমূল দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের হালদার পাড়া এলাকায় ভিন রাজ্য থেকে ৫ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলে করোনা সংক্রমণের আতঙ্কে গ্রামবাসীরা তাদের এলাকায় ঢুকতে দেয়নি। এমনকি এইসব শ্রমিকদের গ্রামের স্কুল বাড়িতেও থাকতে দেয়নি এলাকার মানুষ।

quarantine centre | newsfront.co
নিজস্ব চিত্র

ঠিক সেইসময় অসহায় মানুষদের সহায়তার জন্য এগিয়ে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য প্রান্তিক সরকার। প্রান্তিক সরকার নিজস্ব উদ্যোগে এই শ্রমিকদের জন্য করে দেন থাকবার ব্যবস্থা। তৈরি হয় ত্রিপল দিয়ে আচ্ছাদন। পাশাপাশি এই শ্রমিকদের মধ্যে কারো যদি কোন সংক্রমণ থেকেও থাকে সেটা যেন গ্রামের মানুষদের মধ্যে না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রেখেছেন এই পঞ্চায়েত সদস্য।

TMC member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে বৈঠকে বিজেপি

তাই তিনি গ্রাম থেকে ২০০ মিটার দূরে ফাঁকা জায়গায় অস্থায়ী বসবাস করবার জায়গা তৈরি করে দিয়েছেন এই শ্রমিকদের জন্য। পাশাপাশি এই শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করেছেন তিনি। অসহায় পরিচিত শ্রমিকদের সাহায্যের পাশাপাশি গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রান্তিক সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here