সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
গতকাল রাজ্য জুড়ে ১০৮ টি পুরসভায় পৌর নির্বাচন হয়। আর সেই নির্বাচনের সীমাহীন সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে ১২ বনধের ডাক দেয় বিজেপি। আর সেই বনধকে বিফল করতে সকাল থেকে রাস্তায় তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা যায়। বিজেপির ডাকা বনধের বিরুদ্ধে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।
রাণীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, সাংসদ আবু তাহের খানকে সঙ্গে নিয়ে ইসলামপুর নেতাজি পার্ক থেকে প্রায় তিন কিলোমিটার বিক্ষোভ মিছিল করে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে। একইভাবে ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের নেতৃত্বে ও ব্লক সভাপতি হাজিকুল ইসলাম ও টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডলের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ঐতিহাসিক মিছিল করেন ডোমকল দলীয় কার্যালয় থেকে গোটা টাউন পরিক্রমা করেন।
অন্যদিকে, জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জলঙ্গী উত্তরজোনে বিজেপির বিরুদ্ধে মিছিল বের হয়। জলঙ্গী ব্লক দক্ষিণ সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে পাঁচ অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থকগণদের নিয়ে জলঙ্গী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে পদ্মা নদীর ধার পর্যন্ত মিছিল বের হয় বিজেপির ডাকা বনধের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ আনিস খান হত্যাঃ আদালতের নির্দেশে ফের ময়নাতদন্ত, এসএসকেএম হাসপাতালে পৌঁছল দেহ
যদিও ডোমকল মহকুমায় বিজেপির ডাকা বনধের কোনো প্রভাব পড়েনি এদিন। সমস্ত বাজারহাট সহ যানবাহন স্বাভাবিক ছিল অন্যদিনের মতই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584