মানুষের অভাব অভিযোগকে গুরুত্ব দিতে বললেন তৃণমূল মহাসচিব জঙ্গলমহলে

0
70

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

জঙ্গলমহলে সংগঠন যেমন শক্তিশালী করতে হবে তেমন মানুষের যদি কোথাও অভাব অভিযোগ থাকে তাকেও অগ্রাধিকার দিতে হবে এছাড়া জঙ্গলমহলে এমন কোন কাজ নেই যা মমতা ব্যানার্জী করেনি কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁচাচ্ছে কিনা তার তদারকিতে আরও জোর দিতে হবে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের তপশিলী উপজাতির সভাতে এসে কমৃদের এমনই বার্তা দিয়ে গেলেন পার্থ চ্যাটার্জী ।

নিজস্ব চিত্র

তিনি আরো জানান ব্লক স্তরে আমরা পূর্নগঠন করব । মোদ্দা কথা উন্নয়ন এবং সংগঠন যেন মানুষের সঙ্গে যোগাযোগ করে আরও বেশী করে যোগাযোগ করে মানুষের মধ্যে যদি কোন অভাব অভিযোগ যদি থাকে সেগুলি লিপিবদ্ধ করে তার সমাধান সূত্র বের করতে হবে ।

নিজস্ব চিত্র

বিজেপি সবসময় চক্রান্ত করে শুধু আদিবাসী বলে কথা নয় ,দুটো সম্প্রদায়ের মধ্যে জগড়া লাগানোর জন্য অনেক জায়গায় চেষ্টা করেছে ,বিজেপি নেতাদের বক্তব্য যা শশ্মানে নিয়ে যাব মাটির নিচে পুঁতে দেবো এই সব করে এই বাংলায় কোন লাভ হবেনা ,আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তিতে আছি ,সুস্হ আছি উন্নয়নে আছি বেঁচে আছি ।
আজকের সভায় উপস্হিত ছিলেন জেলার চার বিধায়ক । জেলা সভাপতি অজিত মাইতি প্রমুখ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here