নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে রেলকে বেসরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিটি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেয়।
সেইমতো মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্টেশনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের সতীশ সামন্ত হল্ট রেল স্টেশনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ ১০৯ টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে দিতে চেয়ে খোঁজ শুরু
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ব্লক সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন, “কেন্দ্রের এমন খামখেয়ালি সিদ্ধান্তের জন্য আমাদের এই প্রতিবাদ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584