শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের বিজেপির দলীয় সংগঠনের দেখভালের দায়িত্ব পেয়ে দ্বিতীয় বার দলীয় কর্মসূচিতে যোগ দিতে দক্ষিণ দিনাজপুরে এলেন লকেট চট্টোপাধ্যায়।
এদিন মঙ্গলবার সকালে জেলার বুনিয়াদপুরে আসেন তিনি। এদিন বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব পাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর বালুরঘাটে প্রথম বৈঠক করেছিলেন লকেট চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ বাংলায় কোনও এনআরসি হবে না, জানালেন মমতা
এদিন মঙ্গলবার বুনিয়াদপুরে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এনআরসি আতঙ্কে ডিজিটাল রেশন কার্ডের লাইনে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিনি জানান, রাজ্যে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584