মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আবহের মধ্যে দিয়ে জেলার বিভিন্ন কলেজ গুলিতে বিএ, বিএসসি, বি-কম প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া চলছে। এই সময় বিভিন্ন কলেজের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তাই শুক্রবার শীতলকুচি কলেজের অধ্যক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদ শীতলকুচি ইউনিটের পক্ষ থেকে অনার্সের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান করেন এবং কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে ওই ছাত্র সংগঠন।
এদিন এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজ ইউনিট সভাপতি শাহানুর আলম (লিটন) বলেন, “পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার অগ্রগতির জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে শিক্ষার মানের উন্নতি ঘটেছে। তাই ছাত্রসংখ্যা কলেজে কলেজে বৃদ্ধি পাচ্ছে।
প্রত্যন্ত গ্রাম্য এলাকা শীতলকুচি। এই এলাকায় বিভিন্ন বিষয়ে অনার্স বৃদ্ধির দাবিতে আমরা অধ্যক্ষ মহাশয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। পাশাপাশি কলেজ গেটের সামনে দাবি পূরণের জন্য বিক্ষোভ অবস্থান করেছি। কলেজের অধ্যক্ষ মহাশয় আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।”
আরও পড়ুনঃ ফালাকাটার বিডিওকে স্মারকলিপি জমা দিল পরিযায়ী শ্রমিকরা
এবিষয়ে শীতলকুচি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন জানান, “তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে স্মারকপত্র পেয়েছি। তাদের দাবিগুলো ইউনিভার্সিটির কাছে পাঠানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584