মনিরুল হক, কোচবিহারঃ
মানব জাতীর শত্রু করোনা মোকাবিলায় সারাদেশে ঘোষণা হয়েছে লকডাউন। সেই লকডাউনের জেরে বহু মানুষ হয়েছে কর্মহীন।
সেই সাধারন ও দুঃস্থ মানুষদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের কোন মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য ৬ মাসের চাল দেওয়ার বন্দোবস্ত করেন রেশনের মাধ্যমে।
পাশাপাশি দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন এলাকার গরীব সাধারন মানুষের পাশে থাকতে। সেই মোতাবেক রাজ্যের শাসক দল ও বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সমাজকর্মীরা ত্রান সামগ্রী নিয়ে ময়দানে নেমে পড়েছেন। এলাকায় এলাকায় গিয়ে নিজের সাধ্যমত ত্রান বিলি করছে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য।
আর সেই করোনার আবহে সাধারন ও অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন শাসক দলের ছাত্র সংগঠন তৃনমূল ছাত্র পরিষদ।
শুক্রবার দিনহাটা কলেজ তৃনমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের পক্ষ থেকে দিনহাটা মহকুমার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি ও কোয়ালিদহ গ্রামে ১৫০ দুঃস্থ অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী দেন। এর আগেও তারা পেটলা ও বাসন্তিরহাট এলাকায় ৫০০ দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওই ছাত্র সংগঠন।
আরও পড়ুনঃ নিউজফ্রন্ট প্রকাশিত খবরের জেরে প্রশাসন থেকে মন্ত্রীর সাহায্য পেল সঞ্জয়
এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটির অন্যতম সদস্য প্রিয়ঙ্কর রায় বর্মণ (শুভ), সাগর সরকার, প্রতীক দাস, আকাশ সরকার, নয়ন বর্মণ, সত্যজিত বর্মন, হামিদুল মিয়াঁ, সুমন বর্মণ সহ আরও অনেকে।
এদিন তৃনমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট কমিটির অন্যতম সদস্য প্রিয়ঙ্কর রায় বর্মণ বলেন,করোনা মোকাবিলায় সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণার পর যারা দিন আনি দিন খান এমন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে,কোন মানুষ যাতে অভুক্ত না থাকে। সেই নির্দেশ অনুসারে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও পুরসভার কাউন্সিলর জয় ঘোষের অনুপ্রেরণায় ও সহযোগিতায় দিনহাটা কলেজ ইউনিটের পক্ষ থেকে জরাবাড়ি ও কোয়ালিদহ গ্রামে ১৫০ দুঃস্থ ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এর আগেও আমরা দিনহাটা ব্লকের বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারকে ত্রান সামগ্রী তুলে দিয়েছিলাম। যদি আগামীতে আরও লকডাউন বেড়ে যায় তাহলে গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবে তৃনমূল ছাত্র পরিষদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584