কৃষি বিলের প্রতিবাদে পিংলায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের

0
68

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কৃষি বিলের প্রতিবাদে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ডাক বাংলো মোড়ে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, পিংলা তৃণমূল ব্লক সভাপতি শেখ সবরাতি সহ দলীয় নেতা কর্মীরা।

TMC rally | newsfront.co
পিংলায় তৃণমূলের মিছিল। নিজস্ব চিত্র

অবস্থান সভায় সাংসদ মানস ভুইঁয়া জানান, “দেশের কৃষকদের কাছে আজ কালা দিন। দেশের ১৩৫ কোটি মানুষের মধ্যে ১০২ কোটি মানুষের বাস গ্রামে। এরমধ্যে বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। কালা কৃষি বিল পাশ  করে কেন্দ্রের জনবিরোধী, কৃষক বিরোধী বিজেপি সরকার কৃষকদের সব অধিকার কেড়ে নিল।

TMC leaders | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষকদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হল। যারা অন্নদাতা, সারা বছর আমাদের অন্নের জোগান দেন, তাদের সব অধিকার কেড়ে তাদের অনিশ্চিয়তার মধ্যে ফেলে দেওয়া হল।”

আরও পড়ুনঃ কৃষি বিল বাতিলের দাবিতে দিনহাটায় পথ অবরোধ বাম-কংগ্রেসের

মানসের কথায় এখন থেকে ব্যবসায়ী, শিল্পপতিরাই হবেন তাদের ভাগ্যনিয়ন্তা। তারাই কৃষকদের মাথায় ছড়ি ঘোরাবেন। তারাই ফসলের দাম ঠিক করবেন। কোথায় চাষ হবে, কোথায় ফসল বিক্রি করা হবে কিছুতেই আর কৃষকের কোন নিয়ন্ত্রণ থাকবে না। সবটাই ওই পুঁজিপতিরা নিয়ন্ত্রণ করবেন। এরজন্য তাদের সঙ্গে চুক্তি করতে হবে কৃষকদের।

আরও পড়ুনঃ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে মুকুল রায়, সম্পাদক অনুপম

তৃণমূল সাংসদ জানান , অত্যাবশ্যকীয় পণ্য যে যা খুশি দামে বিক্রি করতে পারবেন, যত খুশি মজুত করতে পারবেন। সরকারের কোন নিয়ন্ত্রণ থাকবে না। কোন শৃঙ্খলা থাকবে না। এর ফলে কালোবাজারি বাড়বে।

কৃষকের সর্বনাশা এই বিলের জন্য বিজেপিকে যে চরম মূল্য চোকাতে হবে তা হুঁশিয়ারি দিয়ে মানস বাবু বলেন, এই বিলের প্রতিবাদে রাজ্যসভায় প্রথমেই বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। তাদের সাসপেন্ড করা হয়েছে। তাই তৃণমূল নেত্রীর নির্দেশে সর্ব স্তরের তৃণমূল কর্মীরা পথে নেমে  প্রতিবাদ, আন্দোলনে সামিল হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here