সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
কলে জল আনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল সমর্থক সুজয় পাইক,বসুমতি পাইক। এরা দুজনে বিধায়ক রঞ্জন হালদারের অনুগামী বলে জানা গিয়েছে। আক্রান্ত গৃহবধূর নাম ভগবতী নাইয়া। বর্তমানে বেলপুকুর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কুলপি থানার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের অরুণ বেরিয়ায় ঘটেছে ঘটনাটি।
আরও পড়ুনঃ করোনায় মালদহে মৃত যুবক, আক্রান্ত ছয়শোর বেশি
অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে কলে জল আনতে গিয়েছিলেন ভগবতী নাইয়া। সেসময় ওই গৃহবধূর ওপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর গৃহবধূকে ধরে মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে গৃহবধূ। নাক কান দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে তার। চিৎকারে ছুটে আসে তার পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে নিয়ে যায় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে। এখনও ধরা পড়েনি অভিযুক্তরা।
আক্রান্ত পরিবারের দাবি, বিজেপি করার অপরাধে মারধর করেছে তৃণমূল সমর্থকরা। এরা প্রত্যেকে বিধায়ক রঞ্জন হালদারের অনুগামী বলে খবর। বিজেপির দাবি, রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে তৃণমূল।এরই প্রতিবাদে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান। বিষয়টি নিয়ে মুখ খোলেনি তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584