নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
দীর্ঘ ছয় মাস ধরে শুভেন্দু অধিকারীকে তার পুরোনো দল তৃণমূলে থাকাকালীন ঝাড়গ্রামে কোন দলীয় কর্মসূচি পালন করতে দেখা যায়নি, বরং তিনি পৃথক রাজনৈতিক মঞ্চ তৈরি করে নানা কর্মসূচি পালন করে গেছেন। কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদানের পর সোমবার ঝাড়গ্রামে দলের সাংগঠনিক আলোচনা করতে শুভেন্দু অধিকারী উপস্থিত হন।
দুপুর তিনটের সময় ঝাড়গ্রামের লোধাসুলিতে তিনি প্রথমে উপস্থিত হন এবং গাড়ি থেকে নেমে তাকে অভিবাদন জানানো হয়, পরে বিজেপির কর্মী-সমর্থকেরা বাইক র্যালির মাধ্যমে ঝাড়গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে রওনা হয় ৷
র্যালি চলাকালীন গাডরো তে শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে দূর হাঁটাও স্লোগান তোলা হয় ৷ নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মামনি মূর্মু।
আরও পড়ুনঃ আপনার সমর্থনে ভরসা পেলাম, মমতাকে চিঠি অমর্ত্য সেনের
মামনি মূর্মু বলেন, ” মমতা ব্যানার্জীর পাশে আছি, মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে আছি, শুভেন্দু অধিকারী এখানে অশান্তি সৃষ্টি করার জন্য উপস্থিত হয়েছেন।” তাই তাঁরা দূর হটো স্লোগান দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584