নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা জুড়ে সিপিআইএমের দলছুট হার্মাদ ও দাদার অনুগামী তোলাবাজদের সংমিশ্রণে নব্য বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা, সন্ত্রাসের চক্রান্ত সৃষ্টি, পেটুয়াতে মৎস্যজীবীদের উপর পুলিশের জুলুমবাজি, তৃণমূল কংগ্রেসের পতাকা, ফেস্টুন ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটকে পদদলিত করা, সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবীতে তৃণমূল কংগ্রেসের মৎস্যজীবী সেলের উদ্যোগে কাঁথি থানার আইসি ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।
তার আগে কয়েক হাজার মানুষকে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মহামিছিল আয়োজিত হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা নেতৃত্ব তরুণ জানা, কোমেন্টর হাবিবুর রহমান, উত্তম বারিক, প্রদীপ গায়েন, হরিসাধন দাস অধিকারী, দেবাশীষ পাহাড়ী,আমিন সোহেল,রামগোবিন্দ দাস,তপন সামন্ত প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি অভিযোগ করেন, কাঁথি শহর সহ মহকুমার সর্বত্র নব্য বিজেপিরা মেরুকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে। সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বিভেদের রাজনীতিকে স্তব্ধ করে দিতে হবে।
আরও পড়ুনঃ অল বেঙ্গল চিটফান্ড সাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে পথসভা মুর্শিদাবাদে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা রোধে সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা তৃণমূল কংগ্রেসের কো- আর্ডিনেটর মামুদ হোসেন। কৃষক, শ্রমিক,বেকার,তপশিলি জাতি ও উপজাতি, দলিত সংখ্যালঘু ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে বিজেপি ব্যর্থতা ঢাকতে ও মানুষের দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক সঙ্কট থেকে ঘুরিয়ে দিতে মেরুকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন মামুদ হোসেন।
জেলা নেতৃত্ব তরুণ জানা পুলিশ প্রশাসনের একাংশের বিজেপির সাথে মাখামাখির বিরুদ্ধে সরব হন।বিজেপি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেন প্রদীপ গায়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584