আমপান দুর্নীতিতে সাসপেন্ড তৃণমূলের পঞ্চায়েত প্রধান

0
110

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

সুপার সাইক্লোন আমপান ঝড়ের দুর্নীতিতে একজন গ্রাম প্রধান সহ ২৫ জনকে সাসপেন্ড করলো তৃণমূল।
ঘূর্ণিঝড় আমপানের জেরে কোন ক্ষতি না হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা এলাকার ২০০ জন তৃণমূল নেতাকে শোকজ করেছিলো দল। শুধু শোকজ নয় তাদের তিন দিনের মধ্যে টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।

TMC party office | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সেই নির্দেশ দেওয়া হয়। তার পর কেটে গিয়েছে সেই তিন দিন। সোমবার সাংবাদিক বৈঠকে নন্দীগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল জানিয়েছেন তাদের সেই চিঠি পাওয়ার পরে টাকা ফেরানোর হিড়িক পড়ে নন্দীগ্রামে।

Nandigram Panchayat office | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার অবধি ৮৭ জন অভিযুক্ত টাকা ফেরত দিয়েছেন। সোমবার আরও ৫০জন টাকা ফেরত দেয়।তবে এর মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নিয়েছে দল।জানিয়েছেন এক গ্রাম প্রধান সহ ২৫ জনকে সাসপেন্ড করেছে দল।

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করলেন ঝাড়গ্রামের অস্থায়ী সাফাই কর্মীরা

এর মধ্যে কয়েক জন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব আছে। এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হল কিনা জানতে চাওয়ায় মেঘনাদ পাল বলেন ক্ষুব্ধ মানুষেরা তৃণমূল কিংবা এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে অসন্তুষ্ট নন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here