তৃণমূলের উদ্বাস্তু সেলের দায়িত্বে মুকুল, জানালেন পার্থ

0
241

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

সামনে আসছে পুরসভা ভোট। আর এই ভোটে এবার তৃণমূলের লক্ষ্য উদ্বাস্তু সেল। তাই রাজ্যে এই প্রথম তৃণমূল গঠন করল উদ্বাস্তু সেল আর যার দায়িত্বে রাখল মুকুল বৈরাগ্যকে। তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন তৃণমূল ভবন থেকে এই কথা বলেন।

এবার লোকসভা ভোটে উদ্বাস্তু ভোটের কারণে বেশ কয়েকটি এলাকা হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তাই আগের হারকে এবার জিত হিসেবে ফিরে পেতে এবার পুরসভা ভোটকে প্রধান লক্ষ্য করল তৃণমূল। আর তার জন্যই গঠন হলো উদ্বাস্তু সেল।

Partha Chatterjee | newsfront.co
সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, “উদ্বাস্তু সেলের কনভেনর বা আহ্বায়ক করা হচ্ছে মুকুল বৈরাগ্যকে। তিনিই এদিকের সমস্তটা দেখভাল করবেন। উদ্বাস্তুদের নানা সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে তিনি এবার কাজ করবেন।”

আরও পড়ুনঃ বিরল নজির কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, উপাচার্য-সহ উপাচার্যের দ্বন্দ্ব পৌঁছালো হাতাহাতির পর্যায়ে

সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ এবং পুরসভা ভোটের প্রচার দুটোই একইসঙ্গে চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আর এ জন্যই বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সিএএ-র প্রতিবাদ ও পুরভোট নিয়ে প্রচার চালাবে বলে ঠিক করেছে। শুক্রবার তৃণমূল ভবনে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এছাড়াও দলীয় সংগঠনেও রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তৃণমূল ভবনে বৈঠকের পর পার্থ চ্যাটার্জি জানান বাঁকুড়ার সভাপতি বদলের কথা। বাঁকুড়ার নয়া সবাপতি হন শুভাশিস বটব্যাল। সহ সভাপতি করা হয় শ্যামল সাঁতরাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here