আমপান বিধ্বস্ত আড়াই হাজার পরিবারকে খাবার বিলি শিক্ষকদের

0
55

নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ

শিক্ষকতা নিছক একটা পেশা নয়, একটি সামাজিক দায়িত্ব। আর এই সমাজ গড়ার কারিগর মাস্টারমশাইরা। সেই সমাজ যখন শতাব্দীর ভয়ানক মহামারীতে আক্রান্ত, তখন মাস্টারমশাইরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যায় কি করে। ঘুর্নিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন ও সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন। তবুও এক মাস অতিক্রম করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ক্ষতিগ্রস্ত এলাকায়।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র লকডাউনের মধ্যেই অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে সুন্দরবনে স্থানীয় নববিকাশ ক্লাবের তরফে আয়োজিত কমিউনিটি কিচেনে সক্রিয় অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আসানসোলের ভূমিপুত্র অশোক রুদ্র।

social work | newsfront.co
নিজস্ব চিত্র

আজ একমাসের মাথায় অশোক রুদ্রের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের তরফে দুটি গাড়ি ভর্তি আড়াই হাজার পরিবারের জন্য উনিশটি অতি প্রয়োজনীয় শুকনো খাবারের ত্রাণসামগ্রী নিয়ে আমপান কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হল। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজীব ব্যানার্জীর নেতৃত্বে একটি দল এই খাবার পৌঁছে দিয়েছে।

আরও পড়ুনঃ বিদ্যুৎ, পানীয় জল না মেলায় পথ অবরোধ গ্রামবাসীদের

তাদের একটাই লক্ষ্য, প্রায় পনেরো হাজার মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে সাময়িক স্বস্তি দেওয়া। এই প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। তিনি গাড়ি, অর্থ ও শ্রম দিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাশে দাঁড়িয়েছেন।

এই কর্মসূচি নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রুদ্র জাবান, ‘আমি পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য গর্বিত। যেভাবে করোনার মোকাবিলায়, আবার আমপান দুর্যোগে এগিয়ে এসেছেন শিক্ষকরা তাতে তাদের সাধুবাদ জানাই।অশোক রুদ্রের নেতৃত্বে চলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন ইতিমধ্যে একশোর বেশি রক্তদান শিবির, ছয় লক্ষ পরিবারকে সরাসরি খাদ্য সামগ্রী ও চার কোটি টাকা ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন। আবার এই সংগঠনের শিক্ষক শিক্ষিকারা শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মানবিক আহ্বানে সাড়া দিয়ে বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের পড়ানোর কর্মসূচি নিয়ে সরকারের হাত শক্ত করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here